আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট।। বাগেরাহটবাগেরহাটের মোল্লাহাটে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুসুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪ টায় কুলিয়া ইউনিয়নের নগরকান্দী বীর মুক্তিযোদ্ধা অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লায়ন জিয়াউর রহমান।৩ নং গাংনী ইউনিয়নের যুবদল নেতা সোহেল রানার সভাপতিত্ব উক্ত দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – উপজেলা মৎস্যজীবীদলের মো: হোসাইন শিকদার, বাগেরহাট জেলার যুবদলে (সাবেক) সাধারণ সম্পাদক মো: জিয়ায়ুর রহমান শেখ, নাজমুল মিয়া, রাসেল খাঁন, সবুর মিয়া, নুর ইসলাম সরদার প্রমুখ
উপস্থিত নেতৃবৃন্দ দল-মত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার জন্য আহ্বান জানান। তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের জন্য এই মুহূর্তে বেগম খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন এই দোয়া করি।এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।