আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ৫নং গাওলা ইউনিয়নের দ্বিগঙ্গা গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের সদস্য ভজন সমাদ্দার নামের এক আওয়ামী লীগের নেতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
১২নভেম্বর বুধবার রাতে তার নেত্রীত্বে ঢাকা আওয়ামী লীগের লকডাউন ঘোষনায় স্থানীয় লোকজন পাঠিয়েছে এবং বিভিন্ন নাশকতায় জড়াতে অর্থের যোগান দিয়ে আসছে।তথ্য সুত্রে জানা যায় সে ২০২৪ সালের ৫ ই আগষ্টের পর থেকে তার ইউনিয়নের বহিস্কৃত চেয়্যারম্যানের সঙ্গে নানা অপ কর্মে জড়িত ছিলো।
পুলিশ সুত্রে যানা যায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে সে মোল্লাহাট বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালিন সময় বিভিন্ন ভাবে দলীয় প্রভাব বিস্তার করে সাধারন মানুষের ক্ষতি সাধন করেছে।১৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা দুইটার সময় তাকে মোল্লাহাট থানা পুলিশ ফকিরহাট থানা পুলিশের সহ যোগিতায় ফকিরহাট থানাধীন ফলতিতা বাজার থেকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্য জানান আইনি সকল প্রক্রিয়া শেষ করে তাকে কোর্টে সোপর্দ করেছে মোল্লাহাট থানা পুলিশে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।