আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।। বাগেরহাটের মোল্লাহাটে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর (৫৫) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে মধুমতি নদীর আবুল খায়ের সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে। নি’হ’ত ঠাকুরের বাড়ি উপজেলার গিরিশনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো ভোরে ঠাকুর বাইসাইকেল যোগে ইটভাটায় যাওয়ার পথে সেতুর ওপর উঠছিলেন।এ সময় গোপালগঞ্জের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হঠাৎ নিজের লেন ছেড়ে বিপরীত পাশে উঠে তাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই গাড়িটি দ্রুতগতিতে খুলনার দিকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, চালক সম্ভবত ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি হুশ ফিরে পান এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে ঘটনাস্থলেই ঠাকুরের মৃত্যু হয়।মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়েছি।
তবে ঘাতক কাভার্ডভ্যানটি এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তের জন্য চেষ্টা চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।