আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চরকুলিয়া বাজারে জামায়াতে ইসলামী যুব বিভাগের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় উপজেলার চরকুলিয়া মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি যুবকদের মধ্যে দেশপ্রেম, ইসলামী মূল্যবোধ ও নৈতিক নেতৃত্ব তৈরিতে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের কোন বিকল্প নেই।
সমাবেশে জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম বলেন, একটি কুচক্রী মহল জামায়াতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
তিনি বজ্রকন্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জামায়াতকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকুন, নাহলে পরিনতি ভাল হবেনা। জামায়াতের উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার, নায়েবে আমির আব্দুস সবুর, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শিকদার মনিরুজ্জামান, উপজেলা শিবিরে সভাপতি হাফেজ মিসকাত হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম সিহাবসহ উপজেলা জামায়াত ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।