আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে কেরাম খেলার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উদয়পুর গ্রামের হাইস্কুল মোড়ে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় দুই জন আহত হয়েছে বলে জানা গেছে।এলাকাবাসী জানায়, স্থানীয় একটি চায়ের দোকানে কেরাম খেলার সময় তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে মারামারির রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কেরাম খেলাকে কেন্দ্র করে চায়ের দোকানে হট্টগোল শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষ মারমুখী অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে মোঃ জাহিদুল ইসলাম (৪০) পিতা- হাজি সর্দার মোল্লা ও হারুন শেখ (৬০) পিতা- সুলতান শেখ আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথটিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়রা ঘটনার দ্রুত সমাধান এবং আইনশৃঙ্খলা রক্ষার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক জানান, কেরাম খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথটিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।