আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপি’র এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) কোদালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। বক্তৃতায় তিনি বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু তাদের দোসররা রয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের দোসরা সারা দেশে লকডাউন নামক জ্বালাও পোড়াও আন্দোলনে নেমেছে। এদের প্রতিহত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু ও ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম।
প্রধান বক্তা মোল্লাহাট উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, আমরা যদি একসাথে জোটবদ্ধ হই, তাহলে কোন শক্তিই আমাদের আটকে রাখতে পারবে না। চলমান সংকট মোকাবেলায় আমাদের শক্তিশালীভাবে প্রস্তুত থাকতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ তার বক্তব্যে বলেন, একটি দল ইসলামকে পুঁজি করে জান্নাতের টিকিট বিক্রি করছে, এই টিকিট নিয়ে যদি জান্নাতে যাওয়া যায় তবে এই দলকে সবার আগে ভোট দিব আমি।
সভায় সভাপতিত্ব করেন ৬ নং কোদালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম নিজামুদ্দীন মিকু, সভার সমাপ্তিতে বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে জনগণের দল, এবারের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সঞ্চালনা করেন ৬ নং কোদালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত মোল্লা।
ইউনিয়ন ভিত্তিক এ জনসভায় স্থানীয় ছাত্র-যুবক ও সাধারণ জনগণের মধ্য থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সভার শেষে নেতৃবৃন্দ উপস্থিত সকলের প্রতি তাদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে সচেতন হতে বলেন।
উল্লেখ্য, বিএনপির বর্তমান কার্যক্রমের আওতায় এ ধরনের জনসভা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে, যা আগামী নির্বাচনে দলের শক্তি বাড়ানোর লক্ষ্যে একটি রাজনৈতিক কৌশল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।