আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে আসলাম নামক এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
সোমবার (৮ ডিসেম্বর) উপজেলার কাহালপুর জোড়া বিট নামক এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের উপর ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আসলাম মিয়া কাহালপুর গ্রামের মৃত গেন্দু মিয়ার ছেলে।অভিযোগ উঠেছে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নাহিন ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্বাধিকারী নাহিনের বিরুদ্ধে।
ঘটনার বরাত দিয়ে ভুক্তভোগী আসলাম জানায়, দীর্ঘদিন যাবত ফ্যাসিস্ট সরকারের মহিলা মেম্বার নাহিনের সহিত আমার পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মামলা চলমান রয়েছে। এর জের আমাকে হত্যার উদ্দেশ্যে নাহিন ছুরিকাঘাত করেছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার দিন কাহালপুর নিবাসী জনৈক নান্টু মিয়া মুঠো ফোনে কল করে কাহালপুর বিশ্বরোড সংলগ্ন একটি চায়ের দোকানে যেতে বলেন, সেখানে আগেথেকেই নাহিন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে আসলাম ঐ আলোচনা ছেঁড়ে উঠে যায়।
আসলাম মিয়া রওনা হয়ে জোড়া বিট থেকে ১শ গজ সামনে পৌঁছালে নাহিন দৌড়ে গিয়ে তার পথ রোধ করে এবং তার হাতে থাকা সেভেনে গিয়ার ছুরি দ্বারা তাকে আঘাত করে দ্রুত ঘটনাস্থলে ত্যাগ করে। ছুরির আঘাতে আসলামের বুকে গভীর ক্ষত হয়।
আসলাম মাটিতে লুটিয়ে পড়ে ডাক চিৎকার করলে পথচারী ও এলাকাবাসী তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে নাহিন আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি এ ঘটনা অস্বীকার করেন, তিনি বলেন তাকে মামলায় ফাঁসানোর জন্য মিথ্যা গল্প সাজানো হয়েছে।এ বিষয়ে মোল্লাহাট থানার ডিউটি অফিসার এস আই সম্পা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাদীপক্ষ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছে, মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।