আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট।। বাগেরহাট:বাগেরহাটের মোল্লাহাটে কামারগ্রামে স্বামীকে ভিডিও কলে রেখে আগাছানাশক ওষুধ পান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত গৃহবধূর নাম পিয়াসী (২০)। তিনি উপজেলার কামার গ্রামের সজীব শেখের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা গেছে, সজীব শেখ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
গত শুক্রবার বিকেলে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে পিয়াসী আগাছানাশক ওষুধ পান করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।পরে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়, চিকিৎসাধীন অবস্থায় পিয়াসীর মৃত্যু হয়।
পিয়াসীর আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, “এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।