আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে “শিশু ও যুবাদের নেতৃত্বে গড়ে উঠুক নিরাপদ ডিজিটাল ভবিষ্যত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইইউ স্পিক আপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭সেপ্টেম্বর) দুপুর ২:৩০ টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ এর আয়োজন উপজেলা মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, প্রতিটি জিনিসের ভালো মন্দ দিক থাকে, আমাদের ভালোটাকে গ্রহণ করতে হবে খারাপটা বর্জন করতে হবে। মোবাইল ইন্টারনেট ব্যবহারে সচেতন হতে হবে। সন্তানদের মোবাইল ব্যবহারের ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে।
শিশুরাই জাতির ভবিষ্যৎ এক সময় আমাদের দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতেই থাকবে। এই শিশুদের আমরা সঠিক ভাবে গড়ে তুলতে না পারলে তা দেশের জন্য ক্ষতিকর হবে।
তরুণ অংশগ্রহণকারীদের প্রতিনিধি সমাপ্তি বিশ্বাস ও তানভির জেদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মোবাইল ব্যবহারে সচেতন হতে হবে, ইন্টারনেটের বিধি জেনে বুঝে ইন্টারনেট ব্যবহার করতে হবে। অতএব সচেতনতার মাধ্যমেই নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অন্যান্য বক্তারা বলেন, মোবাইল আসক্তি আমাদের সন্তানদের ভবিষ্যত হুমকির মুখে ঠেলে দিচ্ছে। শিশুদের সুরক্ষার জন্য শুধু সচেতনতা নয়, বরং প্রাতিষ্ঠানিক সহায়তা, নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, বাগেরহাট জেলা সমাজসেবার উপ পরিচালক এস, এম রফিকুল ইসলাম, জেলা যুব ও ক্রীড়া বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, মোল্লাহাট কেআর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, তরুণ নেতৃত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।