আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট।। বাগেরহাটবাগেরহাটের মোল্লাহাটে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলার সভাপতি ও সংসদীয় আসনের মননীত প্রার্থী মনজুরুল হক রাহাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৪ নভেম্বর) বিকাল ৪টায় জামায়াতে ইসলামীর মোল্লাহাট উপজেলা শাখার আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর বাগেরহাট সংসদীয় আসন প্রার্থী রাহাদ বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের সমস্যা সমাধানে আমি কাজ করতে চাই।
বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভাটিতে স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। তারা মূলত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান বিষয়ে রাহাদের দৃষ্টিভঙ্গি জানতে চান।সভায় উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে রাহাদ বলেন, আমার উদ্দেশ্য জনগণের সেবা করা এবং সঠিক প্রতিনিধিত্বের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা। এই লক্ষ্যে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য সমাজের প্রতিটি শ্রেণির মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মোল্লাহাট শাখার আমীর হাসমত আলী সরদার, সেক্রেটারি —-তারা একমত পোষণ করেন যে, রাহাদ জনগণের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ এবং উদার নীতির প্রকাশ ঘটাবেন।
শেষে রাহাদ সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং নির্বাচনের জন্য তাদের সমর্থন প্রত্যাশা করেন। তিনি বলেন, আমাদের একসাথে কাজ করতে হবে, যাতে একটি সুশৃঙ্খল এবং উন্নত সমাজ গঠন করতে পারি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।