মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় চুরুমনকাটি ইউনিয়ন বিএনপি‑র উদ্যোগে গভীর শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাংগঠনিক সম্পাদক ও যশোর‑৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
অনিন্দ্য অমিত তার বক্তব্য বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পথচলায় খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য এবং তার আদর্শ আগামী প্রজন্মকে রাজনৈতিক চেতনা ও নেতৃত্ব গঠনে অনুপ্রেরণা জোগাবে।দোয়া মাহফিলে এলাকার বিপুল সংখ্যাগরিষ্ঠ দলিও নেতাকর্মী, সহসভাপতি, প্রশাসনিক প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মরহুমের রাজনৈতিক ও সার্বজনীন অবদানের প্রতি শ্রদ্ধা জানান অতিথিরা এবং জাতির ঐতিহ্য ও গণতান্ত্রিক সংগ্রামে তার ভূমিকা স্মরণ করেন। অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক ও অসংখ্য মানুষের হৃদয়ের নেত্রী, যিনি নিজের জীবনকে দেশের গণতান্ত্রিক সংগ্রামের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন।
শোক সভায় অংশগ্রহণকারীরা দেশনেত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জীবন ও কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ও জনস্বার্থে অটল ভূমিকার কথা তুলে ধরেন। অনেকে বলেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল নেতা ছিলেন, যিনি তার জীবন অধিকাংশ সময়ই গণতান্ত্রিক অধিকার ও অধিকারের পক্ষে ব্যয় করেছেন। এদিকে, সারাদেশে বিভিন্ন জেলায় এবং উপজেলা পর্যায়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে বহু নেতা‑কর্মী অংশ নিয়ে দেশনেত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে এবং তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ও দেশের উন্নয়নে তার ভূমিকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
দেশব্যাপী শোকের পরিবেশে গত মাসে খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং জনসাধারণ ও রাজনৈতিক দলগুলোকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।