মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের ক্যান্টনমেন্ট কলেজ এলাকায় চেতনানাশক খাওয়ায়ে ইজিবাইক চালককে অচেতন করে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে আজ ক্যান্টনমেন্ট কলেজের রেল ক্রসিংয়ের পাশে ।আহত ইজিবাইক চালকের নাম সোহাগ হোসেন (২৫)। তিনি কোতোয়ালী থানাধীন হামিদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।খবর পেয়ে যশোর কোতোয়ালী থানা পুলিশ এক কলেজছাত্রের সহায়তায় অচেতন চালককে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছেন।স্থানীয়রাও জানিয়েছেন, সন্ধ্যায় যাত্রীর বেশে থাকা দুর্বৃত্তরা ইজিবাইক চালক সোহাগ হোসেনকে বিস্কুটের মাধ্যমে চেতনা নাশক ওষুধ খাওয়ায়।
ওষুধ খাওয়ার পর সোহাগ হোসেন অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে ক্যান্টনমেন্ট কলেজের রেল ক্রসিংয়ের পাশে ফেলে রেখে তার ব্যবহৃত ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।ওই এলাকার ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র ফাহিম ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের সহায়তায় ফাহিম ওই চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন
বর্তমানে আহত সোহাগ হোসেন হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কা মুক্ত।এ ধরনের ঘটনা চলতি সপ্তাহে এই গ্রামে একটি ঘটনা ঘটেছিল, আবারো ঘটলো প্রায় একই ঘটনা। একের পর এক ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং পুলিশ চক্রটিকে ধরতে তদন্ত শুরু করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।