মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ (৬০) ও তার ছেলে যুবলীগ নেতা সাকিব আহমেদকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে যশোর শহরের কাজীপাড়া এলাকার বাড়ি থেকে ডিবি পুলিশ তাদের আটক করে।
যশোর কোতোয়ালী থানার এসআই অনুপ কুমার মন্ডল জানিয়েছেন, গত ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি চলাকালীন ভোরবেলায় যশোরের উপশহর পার্ক রোডে পার্কিং করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের দুর্বৃত্তরা। এই ঘটনায় নাশকতার অভিযোগে যশোর কোতোয়ালী থানায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি সেলিম আহমেদ ও সাকিব আহমেদ। সেলিম আহমেদ শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আর সাকিব যুবলীগের পৌরসভার চার নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক। তারা আওয়ামী লীগের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের অনুসারী ছিলেন। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।