মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকিকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
আজ রোববার (০৪ জানুয়ারি) সকালে এনাম সিদ্দিকির ছুরিকাঘাতের খবর শুনেই তারা হাসপাতালে ছুটে আসেন।এ সময় তারা দোষীদের দ্রুত আটকের দাবি জানান। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এনাম সিদ্দিকি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি। চিকিৎসকদের ভাষ্যমতে, তিনি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। তিনি একজন নিরীহ ব্যক্তি।
তার অপরাধ কী,তা আমরা বুঝতে পারছি না। তিনি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং জাতীয়তাবাদী দলের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আমার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন এটাই কি তার অপরাধ যদি তাই হয়ে থাকে, তাহলে সকলকে সঙ্গে নিয়েই এ ঘটনার জবাব দেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।