মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের মণিরামপুরে শীর্ষ চরমপন্থী দলের সদস্য রানা প্রতাপকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার সুফলাকাঠি এলাকার বাসিন্দা।
তবে তিনি মণিরামপুর, অভয়নগর, খুলনার ফুলতলা এলাকায় চরমপন্থী দলের সদস্য হিসেবে ত্রাস ছিলেন। স্থানীয়রা জানান, নিহত রানা প্রতাপ অভয়নগর উপজেলা শ্রমজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আলোচিত শ্রমিক নেতা মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থানকালে অজ্ঞাত দুর্বত্তরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।