মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।যশোরে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে সাত বছরের শিশু শিক্ষার্থী রাইয়ানকে আছাড় মেরে হাত ভেঙে ফেলা সেই মাদ্রাসা শিক্ষককে আটকের পর কারাগারে পাঠিয়েছে আদালত। আটক শিক্ষক আবদুস সামি (২৭) শহরের চোপদারপাড়ার শেখ জালাল উদ্দিনের ছেলে এবং চাঁচড়া রেলগেট তেঁতুলতলা এলাকার তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদ্রাসার শিক্ষক।তিনি দুই শিশুকে দুই ঘণ্টা ধরে একটি কক্ষে হাত বেঁধে আটকে রেখে বেধড়ক মারধর করেন। যার সিসি ফুটেজ ভাইরাল হয়।
এ ঘটনায় শিশুটির বাবা রাসেল আহমেদ মামলায় উল্লেখ করেন, তার ছেলে রাইয়ান দুই বছর ধরে ওই মাদ্রাসার হিফয বিভাগে পড়ছে। গত ১১ নভেম্বর সকাল পৌনে ৯টার দিকে শিক্ষক আব্দুর রশিদ শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। এ সময় আবদুস সামি এসে রাইয়ানকে ডেকে নিয়ে হঠাৎ তার হাত ধরে টেনে আছাড় মারেন। এতে সঙ্গে সঙ্গে শিশুটির একটি হাত ভেঙে যায়।শিশুটির চিকিৎসার বদলে তাকে চতুর্থ তলার একটি ঘরে নিয়ে হাত বেঁধে আটকে রাখা হয় এবং ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে নির্যাতন চালানো হয় প্রায় দুই ঘণ্টা। অবস্থার অবনতি হলে কর্তৃপক্ষ তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়। পরে পরিবারকে জানানো হয় খেলতে গিয়ে পড়ে গিয়ে তার হাত ভেঙেছে।হাসপাতালে গিয়ে প্রকৃত ঘটনা রাইয়ানের কাছ থেকেই জানতে পারেন পরিবার। ঘটনার ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে।রাসেল আহমেদ জানান, ঘটনার পর মাদ্রাসার প্রধান শিক্ষক সাইফুল ইসলামের দায়িত্বহীন আচরণের কারণেই তাকে মামলায় সহ-আসামি করা হয়েছে। প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই শিক্ষক সামি পালিয়ে যান। ১২ ও ১৩ নভেম্বর দুই দফা অভিভাবক–কর্তৃপক্ষ বৈঠকে বসেন। বিষয়টি ঢাকার পরিচালনা বোর্ডকেও জানানো হয়। পরে ১৪ নভেম্বর চাঁচড়া পুলিশ ফাঁড়িতে এক শালিসে শিশুর পরিবার ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে। মাদ্রাসা কর্তৃপক্ষ দশম শ্রেণি পর্যন্ত বিনা খরচে পড়ানোর প্রস্তাব দিলেও তা পরিবার প্রত্যাখ্যান করে।
শেষ পর্যন্ত সবার সিদ্ধান্তে অভিভাবকরা আইনি পথে এগোন এবং যশোর কোতোয়ালী থানায় মামলা করেন। অভিযুক্ত শিক্ষককে শালিসস্থল থেকে পুলিশে তুলে দেওয়া হয়। যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, শনিবার বিকেলে শিক্ষক সামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।