মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের বেনাপোল থেকে এক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে যশোর বেনাপোল ভবেরবেড় গ্রামে। আটক ইমরান হোসেন যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা ও যশোর এমএম কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক। এছাড়া তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের অনুসারী।
স্থানীয় দের অভিযোগ ওই এলাকার যারা এমএম কলেজে পড়তেন তাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করতেন ইমরান। ক্ষমতার প্রভাব দেখাতেন। চাঁদাবাজিসহ এহেন কাজ নেই যা তিনি করতেন না। এমএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা অনেকটা তার কাছে জিম্মি হয়ে পড়েছিলেন।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, ইমরান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের বাড়িতে বোমা হামলার সময় নেতৃত্ব দিয়েছিলেন। একই সঙ্গে গত ৪ আগস্ট বিএনপির পার্টি অফিসে হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততা ছিল। এসব ঘটনার বিভিন্ন ফুটেজেও তাকে দেখা গেছে। শুক্রবার সন্ধ্যার পর ভবেরবেড়ে তাকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয়রা প্রথমে জিজ্ঞাসাবাদ করেন। পরে এমএম কলেজের কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাকে চিনে ফেলেন। তাকে দেখতে ভবেরবেড়ে ভিড় জমে যায়। জড়ো হতে থাকে স্থানীয়রা ও বিএনপির নেতাকর্মীরা।
এক পর্যায়ে তাকে আটকে রেখে যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেওয়া হয়। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, প্রথমে আমরা তাকে হেফাজতে নিই। পরে ইমরানকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে।অন্যদিকে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, ইমরানকে যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছ থেকে যশোরে আনার প্রক্রিয়া চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।