মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সীতারামপুর পশ্চিমপাড়া গ্রামে এ সভায় আয়োজন করা হয়।সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সাংবাদিক নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক ও সহ-সভাপতি এম এ জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সভায় বক্তব্য প্রদান করেন।প্রধান অতিথির বক্তব্যে এম এ জলিল বলেন, “দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। এই নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই।” বক্তারা আসন্ন নির্বাচনে সকল ভয়-ভীতি উপেক্ষা করে সাধারণ ভোটার ও নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।নির্বাচনী সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ গ্রামের বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।