 
							
							 
                    মোঃ জসিম উদ্দিন (তুহিন)যশোর জেলা প্রতিনিধি।।যশোরের বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। যশোর ফতেপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি চলছে।
এ কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সদস্য সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান।অনিন্দ্য ইসলাম অমিত বলেন,বিএনপি সবসময় জনগণের শক্তির উপর আস্থা রাখে।
তাই প্রত্যেক ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্য নবায়নের মধ্য দিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।