মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলার মূল শুটার ত্রিদিব চক্রবর্তী ওরফে মিশুককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের বেজপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।ডিবি পুলিশ জানায়, আটক ত্রিদিব চক্রবর্তী ওই এলাকার চিরুনি কল সংলগ্ন বাসিন্দা মালতী চক্রবর্তীর ছেলে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিবির এসআই অলক কুমার দে (পিপিএম) জানান, ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে ত্রিদিবকে শনাক্ত করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে তাকে আটক করা হয়।আদালত ও পুলিশ সূত্র জানায়, জবানবন্দিতে ত্রিদিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পাশাপাশি তিনি জানান, এই হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন ‘জামাই’ পরশ এবং তার সহযোগী সাগর।উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাতে যশোর শহরের নিজ এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতা আলমগীর হোসেনকে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বাদী হয়ে পরশ ও সাগরসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ডিবি পুলিশ মূল শুটারকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল।অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম আসামির জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।