মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা।। প্রতিনিধিযশোর নোয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া মাজারপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে ছুরিকাঘাত করেছেন আপন ছোট ভাই। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল ৭ টার দিকে। আহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত আতর আলীর ছেলে।স্থানীয় সূত্র জানায়, মিজানুর রহমান (৫০) বাড়ির সামনে দাড়িয়ে ছিলেন। এসময় তার আপন ছোটভাই কামাল (৪৫) সেখানে আসেন। এসময় দুই ভাইয়ের মধ্যে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ছোট ভাই চাকু নিয়ে এসে বড় ভাইকে একের পর এক আঘাত করে। এসময় মিজানুরের হাত,কপালসহ বিভিন্ন স্থানে জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক বলেন, ভিকটিমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।এদিকে,ছুরিকাঘাতের এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে প্রতিবেশীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।