মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলায় ইজিবাইক দুর্ঘটনায় তানিসা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ বিকেল সাড়ে ৩টার দিকে যশোর ইছালী ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তানিসা ফুলবাড়ী গ্রামের মমিনুল ইসলাম তুষারের মেয়ে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত শিশুটি পরিবারের সঙ্গে ইজিবাইকে করে যশোর শহর থেকে নিজ বাড়িতে ফিরছিল। ফুলবাড়ী এলাকায় পৌঁছালে দুর্ঘটনাবশত ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়।এতে শিশু তানিসা গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে যান।এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।