মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার বানানোর সময় দুইজন কে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১১টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আই.এন.বি ডিজিটাল নামের প্রিন্টিং প্রতিষ্ঠানে । যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের পক্ষ থেকে এসব ব্যানার বানানো হচ্ছিল বলে দাবি করা হয়েছে।
আটককৃতরা হলেন, আনোয়ার হোসেন বিপুলের ম্যানেজার দেবু মল্লিক ও প্রতিষ্ঠান মালিক নাহিদ ইসলাম। পুলিশের দাবি, ব্যানার তৈরি করে বিক্ষোভের নামে নাশকতার সৃষ্টির পরিকল্পনা করা হয়েছিলস্থানীয় সূত্র জানায়, হঠাৎ কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুলের নেতৃত্বে ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের একাধিক টিম ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় দেখা যায়, কয়েকটি ব্যানার তৈরি হয়েছে। সেখানে লেখা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর,অবৈধ আইসিটি আইন বন্ধ কর।বিক্ষোভ মিছিলের সার্বিক সহযোগিতার ঘরে লেখা ছিল আনোয়ার হোসেন বিপুলের নাম।স্থানীয়রা আরও জানান, সেসময় পুলিশ জিজ্ঞাসাবাদ করলে দেবু মল্লিক ব্যানার করতে এসেছেন বলে স্বীকার করেন। অন্যদিকে, নাহিদও ব্যানার তৈরির বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ ব্যানার জব্দ করে ব্যবহৃত কম্পিউটারের হার্ডডিস্ক বিশ্লেষণ করে। উঠে আসে, এর আগেও একাধিক প্রোগ্রামের ব্যানার সেখানে তৈরির প্রমাণ। প্রায় এক ঘণ্টা অভিযান শেষে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে অভিযানে থাকা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনুসারীরা ব্যানার তৈরি করে নাশকতার পরিকল্পনা করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।