মোঃ জসিম উদ্দিন (তুহিন)যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদরের চূড়ামনকাটি এলাকায় যুবলীগ নেতা রেজাউল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১২টার দিকে কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে একদল দুর্বৃত্ত রেজাউল ইসলামকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। নিহত রেজাউল ইসলাম একই গ্রামের গোলাম তরফদারের ছেলে এবং স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা রেজাউলকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।স্থানীয়রা জানান, নিহতের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।