মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।যশোরে মর্মান্তিক এক ঘটনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাকে হাসপাতালে দেখতে এসে রক্তাক্ত দৃশ্য দেখে হার্ট অ্যাটাক করে ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে।আহত নারী সিমা ধর (৬৫) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাইনিং সহকারী হিসেবে কর্মরত। পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে তিনি যশোর বেজপাড়া এলাকার বাসা থেকে সিএনজি যোগে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে যশোর কোতোয়ালী থানার চুড়ামনকাটি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি অ্যাম্বুলেন্স সিএনজি গাড়িটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।এসময় তার ছেলে পলাশ ধর (৪৫) মাকে দেখতে হাসপাতালে আসেন। মায়ের রক্তাক্ত শরীর দেখে তিনি হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি বিভাগে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মায়ের চিকিৎসা এখনো চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।পুলিশ বলছে, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত অ্যাম্বুলেন্সটি শনাক্তে কাজ চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।