মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোরের বাঘারপাড়ায় সাঁকো থেকে পড়ে উৎস অধিকারী (৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নারিকলেবাড়িয়া এলাকায় চিত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থী উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের উজ্জ্বল অধিকারীর ছেলে ও নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।নিহত উৎস অধিকারীর জ্যাঠা (চাচা) উত্তম অধিকারী জানান, আজ দুপর ১২টার দিকে উৎস দুই শিশুর সঙ্গে নারিকেলবাড়িয়া শ্মশানের পাশে চিত্রা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা চিত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোর ওপর উঠে। এক পর্যায়ে সে সাঁকো থেকে ঝাঁপ দিয়ে নদীর পানিতে পড়ে ডুবে যায়।
তার সাথে থাকা শিশুদের চিৎকারে পাশের নামযজ্ঞ স্থল থেকে মানুষ ছুটে এসে নদীতে নেমে তাকে খুঁজতে থাকে। দুপুর সোয়া একটার দিকে নদী থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
যশোর বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, বাঁশের সাঁকো থেকে চিত্রা নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে স্কুলছাত্র উৎস অধিকারী মারা গেছে। ধারনা করা হচ্ছে, পানির চাপে শিশুটির লাঞ্চ ক্ষতিগ্রস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের সুরুতহাল রিপোর্ট শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।