মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় চিহ্নিত আসামী তুষারকে অবশেষে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত টানা অভিযানের পর তাকে আটক করা হয়। অভিযানে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি আবুল হাসনাতের নেতৃত্বে একাধিক টিম অংশ নেয়।
ওসি আবুল হাসনাত জানান, তুষারকে আটক করার পর তার বাড়িতে অভিযান চালানো হয় এবং সেদিনের ঘটনার সময় পরিহিত পোশাক উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হামলার সময় সিআইডির এক সদস্যকে রশি দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। বর্তমানে তুষারকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।ঘটনার পরদিন বৃহস্পতিবার কোতোয়ালী থানা য় দুটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, তুষার এলাকায় পরিচিত মাদককারবারি। তাকে প্রথমে আটক করার সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। পরে তার সহযোগীরা সিআইডি সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। সেদিনের সেই ছিনিয়ে নেওয়া আসামি তুষারকেই অবশেষে কোতোয়ালি পুলিশ ফের গ্রেপ্তার করতে সক্ষম হলো।
যশোর সিআইডির পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি সিদ্দিকা বেগম বলেন,বিষয়টি অত্যন্ত গুরুতর। আমাদের নিজস্ব টিমও এ ঘটনায় কাজ করছে। তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডিও মাঠে রয়েছে।পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।