মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে স্কুলে যাওয়ার পথে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছে পাঁচ বছরের এক শিশু। নিহত শিশুর নাম ইয়াছির আরাফাত শিষ। সে স্থানীয় মো. শাহাবুদ্দিনের ছেলে এবং যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে কোতয়ালী উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
যা ঘটেছিলস্থানীয় সূত্রে জানা যায়, শিশু ইয়াছির আরাফাত শিষ সকালে সাইকেলে চড়ে তার শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছিল সাইকেলের পিছনে বসা অবস্থায় ছিল সে। এ সময় দ্রুতগতিতে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৩৬৯৭) পেছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা মারে।ধাক্কায় শিশুটি ছিটকে পাকা রাস্তার ওপর পড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুটির মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।চালক পলাতক, মরদেহ মর্গেভয়াবহ এই দুর্ঘটনার পরপরই ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা আবাসিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।