মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তরফদার নওয়াপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে বিষ পান করে পিংকি (১৭) নামে এক গৃহবধূ মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারী) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত পিংকি যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তরফদার নওয়াপাড়া গ্রামের আমিনুর রহমানের স্ত্রী।পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ বাড়িতে বিষ পান করেন পিংকি।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। যশোর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেন।
তবে দীর্ঘ কয়েক ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বিকাল পিংকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।