মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার সাত ভাই কালিতলার বাসিন্দা উত্তম হালদার (৩৯)৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃত উত্তম হালদারের ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল মদ গুলো প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে এই মদগুলো যশোর হয়ে ঢাকায় পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন পূজা উপলক্ষে ভারত থেকে বাংলাদেশে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মাদকদ্রব্য ও চোরাকারবারী আটকের জন্য বিজিবি’র অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।