শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।মালয়েশিয়ায় উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অন-স্পট ভর্তি, বিশেষ বৃত্তি ও নানা সুযোগ-সুবিধা নিয়ে যশোর, খুলনা ও কপিলমুনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “এডুকেশন এক্সপো –২০২৫”।
মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ইউনিটার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অনুমোদিত ছাত্র কাউন্সেলিং সংস্থা ফর ইউ এডুকেশন যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।সংস্থার সিনিয়র এডুকেশন কাউন্সেলর কে.এ. জিসান বলেন, প্রতিবছর বাংলাদেশের বহু শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান, যার মধ্যে মালয়েশিয়া অন্যতম জনপ্রিয় গন্তব্য।ফর ইউ এডুকেশনের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মিসেস জুরাইহান বিনতি ইখসান উদ্দিন বলেন, “আমরা শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও যত্নের নিশ্চয়তা দিচ্ছি। এবারের মেলায় থাকবে অন-স্পট ভর্তি, বিশেষ বৃত্তি ও টিউশন ফি-তে ছাড়ের সুবিধা।”তিনি আরও জানান, সংস্থাটি শিক্ষার্থীদের ফাইল যাচাই, ভিসা প্রক্রিয়া, মেডিকেল, বিমান টিকিট ও আবাসন ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে। মেলার সময়সূচি :২৯ অক্টোবর (বুধবার): যশোর হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল।
৩১ অক্টোবর (শুক্রবার): খুলনা হোটেল ক্যাসল সালাম ৩ নভেম্বর (সোমবার): কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মোড়ল মিনারায়তন মেলা চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে লাইভ র্যাফেল ড্র, যেখানে পুরস্কার হিসেবে থাকবে গাড়ি, মোটরসাইকেল,ল্যাপটপসহ আরও আকর্ষণীয় উপহার।
মেলায় উপস্থিত থাকবেন মালয়েশিয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড সাইন্স ইউনিভার্সিটির এডুকেশন কাউন্সিলর আজলী বিন আব্দুল সালী এবং বাংলাদেশের প্রোভা,সানজিদা,সালমান,নাফিজ,আইভি, লিহা, ড. সারিকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।