মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেনারেল হাসপাতালের ভেতর থেকে মাদকসহ শাহিনুর ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আটক শাহিনুর ইসলাম যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠী তলাপাড়া এলাকার ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া এবং সহিউদ্দিনের ছেলে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গভীর রাতে হাসপাতালের ভেতরে ইয়াবা ও গাঁজা সেবন করতে দেখে কর্তব্যরত গার্ডরা তাকে আটক করে। পরে ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়।
প্রসঙ্গত, যশোর জেনারেল হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে বহিরাগতদের আড্ডা ও মাদক সেবনের অভিযোগ রয়েছে।নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থানের কারণে এবার হাতেনাতে ধরা পড়লো শাহিনুর ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।