মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেনারেল হাসপাতালে প্রতারণার অভিযোগে মোতালেব (৩২) নামে এক প্রতারক আটক করেছে হাসপাতাল পুলিশ ক্যাম্পে কর্তব্যরত পুলিশ সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রতারক শরিফুল (৩০) পিতা নওশের, তার পৈতৃক গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলা তালা থানার রায়পুর গ্রাম।তিনি পেশায় একজন দিনমজুর। পুলিশ ও প্রত্যক্ষদর্শী বরাতে জানা গেছে, শরিফুল নড়াইলে অন্যের জমিতে কাজ করে সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে নড়াইল স্ট্যান্ডে নামেন। ওই সময় প্রতারক মোতালেব বিভিন্ন কৌশলে তাঁর বিশ্বাস অর্জন করে ৭ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পালানোর সময় বিষয়টি নজরে আসে হাসপাতাল পুলিশ ক্যাম্পে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা তার টিমের সয়তায় তিনি তাৎক্ষণিকভাবে ধাওয়া করে মোতালেবকে আটক করেন।আটককৃত মোতালেব প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি এর আগেও একই ধরনের প্রতারণামূলক ঘটনা তিন থেকে চারবার করেছেন।
পুলিশের কাছে থাকা দুইটি ঘটনার সিসিটিভি ফুটেজেও প্রতারণার প্রমাণ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।