মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের মাইকপট্টি এলাকা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক নড়াইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন কে আটক করা হয়েছে।আটকরা হলো মাগুরার সৌরভ হোসেন (২৪), নড়াইলের শাহিন মোল্লা (২৫) ও কক্সবাজারের মারুফ হোসেন (২১)।পুলিশ জানায়, নড়াইলের শফিকুল শেখ শনিবার দুপুরে রোগীসহ যশোরে এসে ক্লিনিকের সামনে ইজিবাইকটি রেখে ভেতরে যান।
কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন বাইকটি নেই। অভিযোগের পর তার ছেলে জাহিদ সন্ধ্যায় নড়াইল বাসস্ট্যান্ডে ইজিবাইকটি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তিনজনকে ধরে পুলিশে দেয় নড়াইল থানা পুলিশ ইজিবাইক উদ্ধার ও আসামিদের আটক করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করে। এসআই আশরাফুল আলম জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে।তাদের আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।