মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে ঢাকা রোড বারান্দীপাড়ার বাঁশতলা এলাকার ১৪ মামলার আসামি ও আলোচিত শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতু ওরফে পাগলা জিতু কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
জিতু যশোর শহরের ঢাকা রোড বাঁশতলা বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। শনিবার রাতে দিকে নিজ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে বের হন। পরে পরিবার তাকে শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। সেখানে থাকা অবস্থায় জিতু পালিয়ে নিজ এলাকায় চলে আসেন। পরে পরিবারের সঙ্গে খারাপ আচরণ করেন এবং কয়েকজন কে মারপিটও করেন তিনি।
প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরও মারধর করেন জিতু। পরে এলাকাবাসী একত্র হয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, এলাকাবাসী আহত অবস্থায় জিতুকে পুলিশে সোপর্দ করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি ওয়ারেন্টও রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।