মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল বড় জয় পেয়েছে। ১৩টি পদের মধ্যে ১০টিতেই জয় পেয়েছেন তারা। জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল পেয়েছে ২টি পদ।
সহসভাপতি (১) পদের দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনঃগণনা চলছে।নির্বাচনে ৫৩৬ ভোটারের মধ্যে ভোট দেন ৫২০ জন। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সৈয়দ সাবেরুল হক সাবু ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ল’ইয়ার্স কাউন্সিলের এম. এ. লতিফ পান ১৭১ ভোট।সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন এম. এ. গফুর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোর্তজা ছোট পান ১৫৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পান ৮২ ভোট।সহসভাপতির দুই পদের একটি পেয়েছেন গোলাম মোস্তফা। তিনি পেয়েছেন ৩৫৭ ভোট। অন্য পদের ফল পুনঃগণনার ওপর নির্ভর করছে। বিএনপিপন্থী বাসুদেব বিশ্বাস ও জামায়াতপন্থী আলমগীর সিদ্দিক সমান ভোট পাওয়ায় এ পুনর্গণনা চলছে।যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু ৩৪৯ ভোট, সহকারী সম্পাদক পদে সেলিম রেজা ৩৩৭ ও আশরাফুল আলম ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান সোহেল। তিনি পেয়েছেন ২৫০ ভোট।কার্যকরী সদস্য পাঁচটি পদের মধ্যে তিনটিতে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। তাঁরা হলেন রেহেনা খাতুন (৩৫৫), মঞ্জুরুল মাহমুদ লিটু (৩১৮) ও মৌলুদা পারভীন (৩১৮)। জামায়াত-পন্থী শফিকুল ইসলাম (২৬৯) ও আজহারুল ইসলাম (২৬০) অন্য দুটি পদে বিজয়ী হয়েছেন।
এ পদের প্রতিদ্বন্দ্বিতায় বিএনপিপন্থী শাহাজাহান কবির বিপ্লব (২৪১) ও মেহেদী ইমাম বাপ্পী (২৪২) পরাজিত হন।ল’ইয়ার্স কাউন্সিলের আবুল করিম মণ্ডল (যুগ্ম সম্পাদক—১৩৭ ভোট) এবং এস. এম. শাহরিয়ার হক (গ্রন্থাগার সম্পাদক—২২২ ভোট) নির্বাচনে পরাজিত হন। সহকারী সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রিনা আখতার মিলিও (২২১) বিজয় লাভ করতে পারেননি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।