মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর বেনাপোল বন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকের চালক ও সহকারীকে আটক করে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল এলাকায় এ অভিযান চালায় বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন—ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা ট্রাকচালক গুরজীত সালুজা ও সহকারী রাম দাস নাওয়াদি।৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ জানান, আমদানি-রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে অস্ত্র বা মাদক বাংলাদেশে প্রবেশ না করে, সে জন্য নিয়মিত তল্লাশি চালানো হয়।
রোববার কাঁচামরিচবাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশি করার সময় চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, অস্ত্রটি বাংলাদেশে বহন নিষিদ্ধ হওয়ায় তা জব্দ করে ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে এদিকে আটককৃত ট্রাকচালক দাবি করেন, আত্মরক্ষার জন্যই তারা ইয়ার পিস্তলটি ট্রাকে রেখেছিলেন। তবে অস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।