মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে একজনকে গ্রেফতার করা হলেও আরেকজন আসামি পলাতক রয়েছে। শনিবার (৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মনিরামপুর উপজেলার মনোহরপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর গ্রামের আসামিদের নিজ দখলীয় বসতবাড়িতে অভিযান চালানো হয়। বসতঘরটি পূর্ব ভিটি পশ্চিম দুয়ারী টিনের বেড়া ও টিনের ছাউনি যুক্ত দুই কক্ষবিশিষ্ট স্থাপনা। সেখান থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ও ২ বোতল বিদেশি মদসহ ইউসুফ গাজী (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইউসুফ গাজীর পিতা বিল্লাল গাজী এবং মাতা সুমি খাতুন। তবে অভিযানের পর ইউসুফের বাবা বিল্লাল গাজী (৪১) পলাতক রয়েছেন। তার পিতা ইউনুস গাজী ও মাতা রাবেয়া খাতুন। গ্রেফতারকৃত ও পলাতক উভয়ের পৈত্রিক বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামে।অভিযানে নেতৃত্বদানকারী পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত ইউসুফ গাজীকে থানায় সোপর্দ করা হয়েছে। পলাতক বিল্লাল গাজীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।