মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের সংসদীয় আসনগুলোতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদলকে কঠোর পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই সাথে যুবদলের কেউ ধানের শীষের বিপক্ষে সভা-সমাবেশ কিংবা ফেসবুকে কোন পোস্ট দিয়ে বিপক্ষে অবস্থান নিলেই বহিস্কার করা হবে। গতকাল ‘ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে জাতীয়তাবাদী যুবদলের করণীয় শীর্ষক’ মতবিনিময় সভা থেকে এ নির্দেশ দেয়া হয়।
জেলা যুবদলের আয়োজনে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক এম তমাল আহমেদ এবং পরিচালনা করেন সদস্য সচিব আনসারুল হক রানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল। অনেকটা রূদ্ধদ্বার বৈঠক হওয়ায় গণমাধ্যমে কেউ আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে বৈঠকের সূত্রগুলো বলছে, নির্বাচন কেন্দ্রিক এই মতবিনিময় সভায় খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই মোতাবেক উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলকে স্ব-স্ব ইউনিট নির্দেশ দিবে।এদিকে বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, যশোর-১, যশোর-২, যশোর-৪ এবং যশোর-৬ সংসদীয় আসনে যুবদলের কেউ কেউ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছে। দলের মহাসচিব দলের প্রার্থীদের নাম ঘোষণা করার পর থেকেই তারা নানা ক্ষোভ, ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে। ধানের শীষের বিপক্ষে প্রকাশ্যে সভা-সমাবেশ করতেও দেখা গেছে কারাও কারও। বিশেষ করে যশোর-১ আসন এবং যশোর-২ আসনে এই চিত্র বেশি। যুবদলের শীর্ষ পদে থেকে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়েছেন এই দুই আসনের কয়েকজন নেতা। তাদের সতর্ক করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপরও তারা দলের প্রার্থীর বিপক্ষে থাকলে বহিস্কার হবেন না সভা থেকে হুশিয়ারি দেয়া হয়েছে।সূত্রের দাবি, ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় ঝিকরগাছায় যুবদলের দুই আহ্বায়ককে ইতোমধ্যে শোকজ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং জনসম্মুখে বিরুদ্ধাচরণের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
তারা হলেন যশোর ঝিকরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জের হোসেন লিটন এবং যশোর ঝিকরগাছা পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কমল। জেলা যুবদলের মতবিনিময় শেষে গতকাল ঝিকরগাছা উপজেলা শাখার সভায় অংশ নিয়েও এ বিষয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। এরপরও যদি শৃঙ্খলাভঙ্গ করেন তাহলে তারা বহিস্কার হবেন বলে জানানো হয়।এদিকে, যশোর-১ আসন শার্শায়ও যুবদলের সভা হয়েছে। সেখানে উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যশোর বেনাপোল পৌর যুবদলের মোস্তাফিজুর রহমান বাবু এবং রায়হানুজ্জামানকে সতর্ক করা হয়েছে। তারা এখনো ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির পক্ষে ভোটের মাঠে নামেননি। মনোনয়ন বঞ্চিতদের সাথে বিভিন্ন কর্মসূচিতে দেখা গেলেও ধানের শীষের পক্ষে তাদের রাজপথে দেখা যায়নি। এ অবস্থান থেকে সরে না আসলে কপাল পুড়তে পারে তাদের।
অপরদিকে ঝিকরগাছা প্রতিনিধি জানান, যশোর-দুই(ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির বিজয় নিশ্চিতে ঝিকরগাছার সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল।তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেওয়া যশোর-২ আসনের ধানের শীষ মার্কার প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির পক্ষে যুবদলকে জীবনবাজী রেখে কাজ করতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।