মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর হাসপাতাল থেকে গুলি-চাকুসহ রাসেল মুন্সি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল পুলিশ। আটক রাসেল মুন্সি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মৃত সবুর মুন্সির ছেলে।
পুলিশ জানায়,হাসপাতাল সূত্র জানায়, তৃতীয় তলার বারান্দায় ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কর্তব্যরত পুলিশ তাকে থামতে বলে। পরে আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে পুলিশ বক্সে এনে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে পাওয়া যায় একটি থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি, একটি ধারালো চাকু, দুটি স্টিলের হুক এবং তিনটি সেলাই রেঞ্জ। বিষয়টি তাৎক্ষণিকভাবে কোতোয়ালী থানা পুলিশকে জানানো হয়।
যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল জানান, তিনি কেন এসব সরঞ্জাম নিয়ে হাসপাতালের ভেতরে ঘোরা ফেরা করছিলেন, তার উদ্দেশ্য কী ছিল, কোনো নাশকতা বা অপরাধমূলক পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।