মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।অনেকে নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছেন। তারা ভালো করেই জানেন তাদের পেছনে জনগণ নেই। তারা আমাদের মাঝে সংশয় সৃষ্টি করতে চায়। নমিনেশন যাকেই দিক আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর কৃষকদল আয়োজিত সভায় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন। মোরেলগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মো: জয়নাল আবেদিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ইব্রাহিম হাওলাদার, সাধারন সম্পাদক এইচ এম অহিদুজ্জামান, মো: সাদিক শিকদার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন আগামী ২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও দলকে সুসংগঠিত করার জন্য দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।