অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটেররামপালেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শরাফপুর কারামতিয়া মাদ্রাসা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭’নভেম্বর) বিকালে শরাফপুর কারামতিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।এ কর্মী সভায় সভাপতিত্ব করেন শরাফপুর কারামতিয় মাদ্রাসা শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হাকিম হাসান জিছান ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোঃ তানভির হাসান।
এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান মিঠু।এ কর্মী সভায় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক জুবায়ের হোসেন, গিলেতলা আবুল কালাম ডিগ্রী মহাবিদ্যালয় সাবেক সভাপতি হাওলাদার রুবেল প্রমুখ।
এ কর্মী সভায় প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান মিঠু তার বক্তব্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ধানের শীষের প্রতীককে কেন্দ্র করে এক হয়ে কাজ করুন। জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।”
এ কর্মী সভায় বক্তারা দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।