নড়াইল প্রতিনিধি।।রক্ত দিন জীবন বাঁচান, লড়ছি আমরা গড়তে মানবতা এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
মোঃ ইকরামুল ইসলাম ও আফরিন শ্যামার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, সৈয়দ শাহ আলম, মোঃ মুসা মোল্যা প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি ড. ফরিুদুুজ্জামান ফরহাদ বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক কাজ। এ কাজে সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করতে হবে। আক্রান্ত মানুষের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে। মানুষ ও দেশের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের কাজ করতে হবে, তবেই দেশের উন্নতি হবে। তিনি ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আলোচনা শেষে প্রায় ৯০ জন রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।