 
							
							 
                    নড়াইল প্রতিনিধি।।নড়াইলের লোহাগড়ায় মহিলাদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮আগষ্ট) বেলা ১২ টার দিকে লোহাগড়া পৌর শহরের ফয়েজমোড়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান বেগম খালেদা জিয়াকে গনতন্ত্রের “মা”উল্লেখ করে বলেন। তিনি গত ১৭ বছরসহ সারা জীবন গণতন্ত্রের পক্ষে লড়াই সংগ্রাম করেছেন। তিনিই একমাত্র আপোষহীন নেত্রী। তিনি অন্যায়ের সাথে কখনও আপোষ করেননি। গনতন্ত্র রক্ষার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন এজন্য বেগম জিয়াকে নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমরা দেশে আছি কিন্তু আজ ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। যে পালিয়ে যায় সে আর কখনও ফিরে আসে না।
দীর্ঘ ১৭ টি বছর অত্যাচার নির্যাতন ভোগ করেছি। ২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি নড়াইল ২ আসন থেকে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করেছিলাম। তখন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সন্ত্রাসী কর্তৃক অনেক অপমান অপদস্ত সহ্য করতে হয়েছে। সকল বাধা অতিক্রম করে বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম। যদিও আমার নিজের ভোটটা আমি দিতে পারি নাই। আমাকে ভোট দিতে দেওয়া হয় নাই।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান আমাকে নড়াইল ২ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দিলে নড়াইল ২ আসনটি বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ।
নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালেহা বেগমের সভাপতিত্বে ও লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা মোল্লার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।