মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের টাউন হল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাঁখা-সিঁদুর পরে নির্ভয়ে ভোট দিতে যাবেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করবে। দেশে প্রত্যেকের পূর্ণ স্বাধীনতা রয়েছে নিজ নিজ ধর্ম পালনের। কেউ বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে। তিনি আরও বলেন,৫ আগস্টের পর দেশে অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হয়েছে। এই ঐক্য ধরে রাখতে পারলে আমরা সবাই মিলে সুখে-শান্তিতে বসবাস করতে পারব। ইসলাম ধর্মে ফ্যাসাদ সৃষ্টি হত্যার চেয়েও জঘন্য কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই উস্কানি থেকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন,যশোর একসময় ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতির তীর্থভূমি ছিল। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনে সেই সম্প্রীতি নষ্ট হয়েছে। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। এ দেশ কারও সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বিএনপি দায়িত্ববোধ থেকে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ের নিরাপত্তা দিয়েছে মসজিদ-মন্দিরকে রাজনীতির বাইরে রেখে সামাজিক ও ধর্মীয় বন্ধনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশ্যানন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এছাড়া বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ আলোচনা শেষে অতিথিরা মোমবাতি প্রজ্জ্বলন করেন। পরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেজপাড়া বালুর মাঠে গিয়ে শেষ হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।