শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা।।শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম একদিনের সাংগঠনিক সফরে খুলনায় আসছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর মিডিয়া সেলের আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন জানান, চরমোনাই পীর শুক্রবার যশোর থেকে সড়ক পথে খুলনায় আসবেন, এদিন তিনি বাদ জুম্মা অর্থাৎ দুপুর ২ টায় নগরীর নিউমার্কেট বাইতুন নূর মসজিদ কমপ্লেক্সের সামনে কেন্দ্র ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন, বিকাল ৪ টায় দিঘলিয়া এম এ মজিদ ডিগ্রী কলেজ মাঠে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলার উদ্যোগে ওলামা ও সুধী সম্মেলনে এবং রাতে তেরখাদা ইখড়ি কাটেংগা স্কুল প্রাঙ্গনে তেরখাদা মুজাহিদ কমিটি আযোজিত এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিয়াত পেশ করবেন।
শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর জলমা ইউনিয়ন কমিটি কর্তৃক আয়োজিত বিশ্বরোড মৃধা কমপ্লেক্সে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, অনুষ্ঠানে শেষে বাগেরহাটের উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।