1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শারদীয় দুর্গোৎসব: আলফাডাঙ্গায় ৪৩ মন্দিরে চলছে শেষ সময়ের ব্যস্ততা - Khulnar Khobor
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে ভাইপোর বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন মোংলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ডুমুরিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শার্শায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে আলোচনা ও দোয়া আনুষ্ঠিত যশোরে অবৈধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুটি দোকানে অভিযান বিশ্ব এইডস দিবস যশোরে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত খুলনার সমাবেশ মঞ্চে জামায়াতের আমির ও চরমোনাই পীর   মোল্লাহাটে অভিনব কায়দায় চলছে অতিথি পাখি শিকার। ৭৪ বছর পূর্ণ করে ৭৫ বছরে পদার্পণ করলো মোংলা বন্দর ১ নং জলমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ। দিঘলিয়ায় জাতীয় পার্টি সভাপতি অ্যাড. লুৎফর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প স্থাপন  যশোরে ডিবি পুলিশের অভিযানে বিপুল অস্ত্র ও গাঁজাসহ যুবক আটক কেশবপুর উপজেলার ব্যবসায়ী মশিয়ার রহমান-এর দাফন সম্পন্ন খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে গু-লি ও কু-পি-য়ে দুই যুবক কে হ/ত্যা /করেছে দু”র্বৃ”ত্ত”রা। দিঘলিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। পাইকগাছায় ওয়াশ বাজেটিং বিষয়ে সিএসও/সিবিওদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ফার্মাসিস্ট-মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি অচল যশোর সদর হাসপাতাল খুলনা নগরীর দৌলতপুরে আন্তর্জাতিক মানের স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড লোটো ও লি কুপার-এর ১৩৭তম আউটলেট’র উদ্বোধন করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসব: আলফাডাঙ্গায় ৪৩ মন্দিরে চলছে শেষ সময়ের ব্যস্ততা

  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার শেয়ার হয়েছে

রিয়াজুল ইসলাম রিয়াজ (মুস্তাফিজ)।।মাত্র সপ্তাহ খানেক পরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মের অনুসারীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব, শারদীয়া দুর্গা পূজা। এ উপলক্ষে মৃৎ কারিগররা যেন হাফ ছাড়ার ফুসরৎ পাচ্ছেননা। দিন রাত একাকার করে তৈরী করছেন দেবী দুর্গা, লক্ষী, গনেশ, কার্তিক, স্বরস্বতি অসুরের আবক্ষ মূর্তি। সুনিপুন হাতের ছোঁয়ায়, নিখুত দক্ষতা ও নান্দনিকতার মিশেলে প্রতিমায় তুলে দিচ্ছেন সুচারু অবয়ব।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে, কয়েকদিন আগেই। তবে বেশির ভাগই মন্ডপে প্রতিমার গায়ে চলছে রং তুলির আঁচড়। চলছে চূড়ান্ত সৌন্দর্য বর্ধনের কাজ।

আলফাডাঙ্গা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী হরি মন্দির গিয়ে দেখা যায়, এবার আদ্যা শক্তি মহামায়ার ৫১ শক্তি পীঠ প্রদর্শনী। যে-সব পীঠস্থান বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে প্রতিষ্ঠিত। এছাড়া থাকছে ডিজিটাল প্রতিমা প্রদর্শনী। সব মিলিয়ে ১৫১ টি প্রতিমা রয়েছে। বিশেষ আকর্ষন হিসেবে এবার আছে ৫১ হাত সর্প। প্রতিমা গড়ার জন্য প্রতিবেশী দেশ ভারত থেকে কারিগর এনেছেন হরিমন্দির পূজা উৎযাপন কমিটি৷

হরিমন্দির সহ উপজেলার সকল মন্দিরের প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে।এখন চলছে শেষ মুহুর্তের রংয়ের আঁচড়। এ সময় প্রতিমা কারিগরদের রং তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। হরিমন্দিরের মৃৎ শিল্পী অনিল কুমার পালের সাথে কথা হয় প্রতিবেদকের। তিনি জানান, পূজার সময় আমাদের ব্যাপক ব্যস্ত থাকতে হয়। প্রতিমা গড়া, রং তুলির কাজ খুব সুক্ষ সুনিপুন হাতে করা লাগে। কাজের চাপ বেশি থাকলেও কাঁচামালের দাম বেশি হওয়া খুব একটা লাভের মুখ দেখতে পারিনা আমরা। ছয় মাসের (প্রতিমা তৈরীর)ভিসা নিয়ে ভারত থেকে আসা থেকে আসা দক্ষ প্রতিমা কারিগর অনিল পাল আরো জানান, দেবদেবীর মূর্তি তৈরীর সাথে আমাদের অনুভূতি, ভক্তি ও শ্রদ্ধা জড়িয়ে আছে। সম্পূর্ন প্রতিমা তৈরীর পরে যখন মন্ডবে বসানো হয়, তখন অন্তরে প্রশান্তির অস্তিত্ব টের পাই। আনন্দে মন ভরে যায়।দর্শনার্থীরা যখন প্রশংসা করে তখন মনটা খুশিতে ভরে যায়।

আলফাডাঙ্গা পূজা উদযাপন পরিষদ এবং উপজেলা প্রশাসনের তথ্য মতে আলফাডাঙ্গা উপজেলায় মোট ৪৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তন্মেধ্যে পৌর সভায় ১২টি, গোপালপুর ইউনিয়েন ১টি, বুড়াইচ ইউনিয়নে ২টি, টগরবন্দ ইউনিয়নে ৭টি,আলফাডাঙ্গা সদর ইউনিয়নে ৭টি, বানা ইউনিয়নে ৭টি ও পাঁচুড়িয়া ইউনিয়নে ৬টি পূজা মন্ডপ। ৪৩ টি মন্ডপের মধ্যে ৩৪ টির প্রতিমা বিসর্জন দেয়া হবে। বাকী নয়টি স্থায়ী মন্দির বিধায় প্রতিমা রেখে দেবে মন্দির কর্তৃপক্ষ।

আলফাডাঙ্গা পুজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রকাশ কুন্ডু বলেন, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেয়া হয়েছে। আশা করছি, অন্যান্য বারের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে আমরা পূজা পালন করতে পারবো। দুর্গা পূজা উপলক্ষে সবাইকে আমন্ত্রন জানান প্রকাশ কুন্ডু।

আলফাডাঙ্গা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, বলেন, এবারের শারদীয় দুর্গোৎসবকে সাফল্য মন্ডিত করতে সেনাবাহিনী, র ্য ব, পুলিশের স্ট্রাইকিং ফোর্স মন্ডপে মন্ডপে থাকবে। পাশাপাশি প্রত্যেকটা মন্ডপে আনসার ভিডিপির সদস্যগন নিরাপত্তা বিধানে কাজ করবে। এ ছাড়া প্রত্যেকটা মন্দিরে নিজস্ব ভলান্টিয়ার বাহিনী থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, আমাদের আলফাডাঙ্গা একটি ছোট্ট উপজেলা। এখানকার সাম্প্রদায়ীক সম্প্রীতির বন্ধন অত্যন্ত চমৎকার। পারস্পারিক সৌহার্দপূর্ন ও ভাতৃত্ববোধের বন্ধনের ভিত্তিতে এখানে আমরা বাস করি। মহান মুক্তিযুদ্ধের পর থেকে অদ্যাবধি আলফাডাঙ্গায় কোন সাম্প্রদায়ীক অঘটন ঘটেনি। আমরা আশা করছি এবারও আনন্দঘন পরিবেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে এই উৎসব পালন করব।

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এনায়েত হোসেন বলেন, আলফাডাঙ্গার শান্তি প্রিয় মানুষ ধর্ম বর্ণ বিভেদ ভুলে মিলে মিশে এক সাথে বাস করে। সম্প্রীতির দৃঢ় বন্ধন রয়েছে এখানে। আশা করি কোন অপ্রীতিকর ঘটনা ঘটবেনা। অন্যান্য বছরের মত এবারও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনায়েত হোসেন।

আলফাডাঙ্গা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো: শাহজালাল আলম বলেন, দুর্গা পূজা উপলক্ষে এখনও পর্যন্ত আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। প্রশাসনের সাথেও মিটিং হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে তৎপর রয়েছে আলফাডাঙ্গা থানা পুলিশ। আমরা উপজেলার প্রত্যেকটি মন্দির পরিদর্শন করছি।

উল্লেখ্য আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ০২ অক্টোবর (বিজয় দশমীর) বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।দেবী দূর্গতীনাশিনীর আগমনে সকল অশুভ অপশক্তির বিনাশ হয়ে, সত্য সুন্দর সম্প্রীতির বাংলাদেশ অটুট থাকবে, শারদীয় দুর্গোৎসব কে সামনে রেখে এমন প্রত্যাশা আলফাডাঙ্গা উপজেলার সকল সনাতন ধর্মের অনুসারীদের।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।