অদিতি সাহা,খুলনার খবর।।নগরীর শিববাড়ি মোড়ে শ্রীশ্রী কালী মন্দিরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুক্রবার সন্ধ্যায় মতবিনিময় করেছেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
এ সময় তুহিন বলেন, খুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে।
আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল স¤প্রদায়ের লোকজন একে অপরের ভাই-ভাই। কেউ আমাদের সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিশ্বাস করি, পৃথিবীর সব ধর্মই সাম্য, মানবতা, ভ্রাতৃত্ব আর ভালোবাসার কথা বলে। বাংলাদেশের সা¤প্রদায়িক স¤প্রীতি ও সৌহার্দ্য অত্যন্ত সুদৃঢ়। হাজার বছর ধরেই এই অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ সা¤প্রদায়িক স¤প্রীতির ঐতিহ্য দৃঢ়ভাবে রক্ষা করে আসছে।
মন্দিরের সভাপতি মহাদেব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মানিক সাহা, গোপাল কৃষ্ণ শিব, সুজয় সাহা, রতন সাহাসহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন রিচার্ড রানা বিশ্বাস, বিশ্বজিৎ সাহা, কালিপদ, দিপক সাহা, রবীন্দ্রনাথ ব্রহ্ম, প্রদীপ সাহা, মহাদেব সাহা, গোবিন্দ সাহা, বিমল সাহা, বাপ্পা সাহা, গোপাল সাহা, মধুমঙ্গল সিকদার, রতন সাহা, পলাশ পাল, বিজয় সাহা, লিটন সাহা, পলাশ সাহা, মানিক সাহা, প্রসেন সাহা, খোকন কর্মকার, বিপ্লব সাহা, শেখ ফারুক হোসেন, মুসা হোসেন খান, শেখ আজিজুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, ইয়াসিন মোল্লা নুর হোসেন বাদল, তরিকুল ইসলাম ওয়াসিম, কামরুন নাহার হেনা, মুন্নি জামান, সোনিয়া খান, শাহিদা আক্তার ও মোঃ মামুনুর রশিদ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।