আল-হুদা মালী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে শ্যামনগর থানা পুলিশের একটি প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা এর নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ কর্মকর্তারা মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য শ্যামনগর থানা পুলিশ সর্বদা প্রস্তুত। পূজা চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে সবাই নির্ভয়ে দুর্গা পূজা দেখতে পারে।
এসয় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণন্দন মুখার্জি, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস প্রমুখ।
মন্দির কমিটির নেতৃবৃন্দ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং পূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, এবছর শ্যামনগর উপজেলায় মোট ৭০টি দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপেই পর্যাপ্ত সিসি ক্যামেরা, পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।