আল-হুদা মালী গাবুরা শ্যামনগর প্রতিনিধি।।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর গ্রামে কুকুরের আক্রমণে এক শিশু সহ তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে রাস্তার পাশে খেলাধুলা করার সময় হঠাৎ একটি পাগলা কুকুর শিশু সহ আশপাশের দুইজনকে কামড়ে আহত করে। আহতরা হলেন— বুড়িগোয়ালিনী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে আল-আমিন (১১), এবাদুলের ছেলে আনারুল (১৫) ও ছাত্তার মোল্লার মেয়ে হালিমা পারভীন (১৬)।
আহতদের প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার পর পর্যবেক্ষণে রাখেন।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম জানান, এই গ্রামে আমার বাড়ি কয়েকদিন ধরে দেখছি কুকুরটি অস্বাভাবিক আচরণ করছিল। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন। অনিয়ন্ত্রিত কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের ঘটনা পুনরায় ঘটার সম্ভাবনা রয়েছে। তাই অবিলম্বে কুকুরটিকে আটক বা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।